education for a better tomorrow

এম এ হাসেম কলেজ

M A Hashem College

EIIN - 107256
আলোকিত জীবনের জন্য শিক্ষা
  • Home
  • College Rules & Features

College Rules & Features

  • (১) কলেজটি অরাজনৈতিক ও ধুমপানমুক্ত প্রতিষ্ঠান।
  • (২) ক্লাশ রুটিন অনুযায়ী দৈনন্দিন সকল ক্লাশে শিক্ষার্থীর উপস্থিতি আবশ্যক। কোন শিক্ষার্থী ৮০%এর কম ক্লাশে উপস্থিত থাকলে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয়া হয় না।
  • (৩) কলেজের লাইব্রেরী/ সেমিনার /বইপত্র ও হোস্টেলসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কলেজের প্রচলিত নীতি অনুসরণ করা শিক্ষার্থীদের বাধ্যতামূলক।
  • (৪) জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
  • (৫) কলেজে অনুষ্ঠিতব্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন, বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা সফর, সাপ্তাহিক সহশিক্ষাকার্যক্রম প্রভৃতিতে ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ বাধ্যতামূলক।
  • (৬) কলেজের অধ্যয়নরত সকল বর্ষের ছাত্রছাত্রীদের সাথে সু-সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখা আবশ্যক।
  • (৭) কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষা যেমন ক্লাশ টেস্ট, টিউটোরিয়াল, মেরিট টেস্ট, সিমেস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ বাধ্যতামূলক।
  • (৮) গাইড শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে তদারকী করা হয়।
  • (৯) দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কলেজ থেকে যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • (১০) নির্বাচনী পরীক্ষার পর নিয়মিত কোচিং ক্লাশ ও পুরো সিলেবাসের উপর দুইটি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে।